Ajker Patrika

খোকসায় ৫টিতে স্বতন্ত্র ও ৪টিতে নৌকার জয়

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়ার খোকসায় ৯টি ইউনিয়নের মধ্যে ৫ টিতে স্বতন্ত্র ও ৪ টিতে নৌকা প্রার্থী চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

নির্বাচিতরা হলেন-খোকসা ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাকিব খান টিপু, ওসমানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওহিদুল ইসলাম ডাবলু, জানিপুর ইউনিয়নে নৌকা প্রতীকের হবিবর রহমান হবি, গোপগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেন, শিমুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল কুদ্দুস, শোমসপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বদর উদ্দিন খান ও আমবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন। 

এ ছাড়া বেতবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বাবুল আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত