Ajker Patrika

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২২: ০৯
ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ 

ঝিনাইদহের কালীগঞ্জে নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

আজ রোববার রাত ৮টার পরে সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ এসব তথ্য নিশ্চিত করেন। 

শাহজাহান শেখ বলেন, ‘রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। হয়তো তাদের পৌঁছাতে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে ঠিক কী কারণে এমন হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত