Ajker Patrika

কালিয়ায় ওসির অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়ায় ওসির অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলায় দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার অপসারণের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে হামলার ঘটনায় মামলা না নেওয়াসহ আদালতে দায়েরকৃত মামলা পুলিশ কর্তৃক ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনে হামলার শিকার দুই মুক্তিযোদ্ধা উপজেলার পীর মহম্মাদ বিশ্বাস ও পুটিমারি গ্রামের শিকদার বদরুজ্জামান অভিযোগ করেন, খাশিয়াল গ্রামের আব্দুল ওহাব শেখের নেতৃত্বে গত ১৯ মে শিকদার বদরুজ্জামানের ওপর ও গত ১৭ মে খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে পীর মহম্মাদ বিশ্বাসের ওপর পৃথক দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা দুজনই উপজেলার নড়াগাতী থানায় মামলা করতে যান। কিন্তু ওসি তাঁদের মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বদরুজ্জামান গত ২২ মে ও পীর মহম্মাদ গত ১৯ মে নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নড়াগাতী থানার ওসির ওপর ন্যস্ত করেন। কিন্তু ওসি সুকান্ত সাহা আসামিদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে পীর মহম্মাদের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন এবং বদরুজ্জামানের মামলাটির তদন্তে গড়িমসি করছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, মো. শেখ তরিকুল আলম মন্নু ও মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা চৌধুরী নওশের আলীসহ প্রমুখ।

বক্তারা একই ভাষায় অভিযোগ করে বলেন, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জামাত ও বিএনপি লালন করতে শুরু করেছেন। তাই জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বিশ্বাস ও তাঁর সহযোগীদের কাছ থেকে অনৈতিকভাবে লাভবান হয়ে দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি। বরং আদালতে দায়ের করা মামলা ও মিথ্যা বলে চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। অবিলম্বে ওসি সুকান্ত সাহার অপসারণসহ মুক্তিযোদ্ধাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। অন্যটির তদন্তকাজ চলছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত