Ajker Patrika

চাঁদাবাজি-নাশকতা মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

দেবহাটা ও সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ৫৮
চাঁদাবাজি-নাশকতা মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তবে তাঁর পরিবারের দাবি সাজানো মামলা দেওয়া হয়েছে। তিনি দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ করলে পুলিশ রঘুনাথ খাঁসহ তাঁর তিন সহযোগীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে। 

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।’

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, অভিযোগটি সত্য নয়। তাঁকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তাঁর কোনো সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত