Ajker Patrika

গোপনে ঘরের পাশে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৮: ৪৩
গোপনে ঘরের পাশে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে এক বাড়িতে ঘরের পাশে গোপনে রোপণ করা হয়েছিল কয়েকটি গাঁজার গাছ। কয়েক দিনের মধ্যেই গাছগুলো কাটার পরিকল্পনা ছিল ওই গাঁজাচাষির। কিন্তু এর আগেই খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারসহ গাছগুলো তুলে নিয়ে আসে। 

সোমবার রাত ১২টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের খালপাড়া এলাকা থেকে মো. ওয়াসিম আকরাম (৪২) নামের এক গাঁজাচাষিকে গ্রেপ্তার করে কুমারখালী থানা-পুলিশ। আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ওয়াসিম আকরাম ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে। 

থানা-পুলিশ বলছে, নিজের ঘরের পাশে গোপনে গাঁজার চাষ করছিলেন গাঁজাচাষি ওয়াসিম আকরাম। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর ঘরের পাশে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৬ ফুট উচ্চতার ৮ আটটি গাছ জব্দ করে পুলিশ। গাছগুলোর ওজন প্রায় ৮ কেজি। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গ্রেপ্তার ওয়াসিম আকরাম একজন প্রকৃত গাঁজাচাষি। তিনি ঘরের পাশে কৌশলে গাঁজার চাষ করছিলেন। খবর পেয়ে সেখান থেকে ৮টি গাঁজার গাছ জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উক্ত মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত