Ajker Patrika

খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ২ ঘণ্টা ‘ব্লকেড’ ছাত্র-জনতার

খুলনা প্রতিনিধি
খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা
খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই কর্মসূচির কারণে আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে টোল প্লাজার দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ফলে বিকেল সাড়ে ৫টার পর রূপসা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ছাত্র-জনতার এই কর্মসূচি চলাকালে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) নেতৃত্বাধীন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আমাদের এই কর্মসূচি পূর্বনির্ধারিত। এই কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে চলমান এই আন্দোলন বয়কট করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ। তারা বলছে, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

এর আগে মঙ্গলবার বিকেলে মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত