কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
স্কুলে হচ্ছে বউভাতের অনুষ্ঠান। শ্রেণিকক্ষে করা হয়েছে অতিথিদের বিশ্রামের ব্যবস্থা। মাঠে প্যান্ডেল টানিয়ে খাওয়াদাওয়া। কিছু শ্রেণিকক্ষে আবার রাখা হয়েছে রান্না করা খাবার। এতেই শেষ নয়, বউভাতের অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য স্কুলই বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক।
বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর ছেলের বউভাতের অনুষ্ঠান ছিল বুধবার। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সভাপতির ছেলের বউভাত উপলক্ষে স্কুল ছুটি ঘোষণা করেন। শ্রেণিকক্ষে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক এরশাদ আলী বলেন, ‘প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে অনুষ্ঠানটি করা হয়েছে।’
প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সভাপতির নির্দেশেই আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।’
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি।’
স্কুলে হচ্ছে বউভাতের অনুষ্ঠান। শ্রেণিকক্ষে করা হয়েছে অতিথিদের বিশ্রামের ব্যবস্থা। মাঠে প্যান্ডেল টানিয়ে খাওয়াদাওয়া। কিছু শ্রেণিকক্ষে আবার রাখা হয়েছে রান্না করা খাবার। এতেই শেষ নয়, বউভাতের অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য স্কুলই বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক।
বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর ছেলের বউভাতের অনুষ্ঠান ছিল বুধবার। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সভাপতির ছেলের বউভাত উপলক্ষে স্কুল ছুটি ঘোষণা করেন। শ্রেণিকক্ষে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক এরশাদ আলী বলেন, ‘প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে অনুষ্ঠানটি করা হয়েছে।’
প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সভাপতির নির্দেশেই আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।’
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি।’
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩৩ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে