Ajker Patrika

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

­যশোর প্রতিনিধি
ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা (২৬) ও স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান (২৪)। ছবি: সংগৃহীত
ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা (২৬) ও স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান (২৪)। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৮) নামে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমরাত রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে র‍্যাব-৬ কার্যালয়ে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাসেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা (২৬) ও একই এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান (২৪)।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গত ৯ নভেম্বর দেড়টার দিকে নিহত যুবদল কর্মী পিয়াল বাজারে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে পৌরশহরের মিতালী হলরোড এলাকায় তাঁকে হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা নিক্ষেপ করে আসামিরা। এ সময় পিয়াল প্রাণ বাঁচাতে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলে সেখানে আসামিরা দাসহ দেশীয় অস্ত্র দিয়ে পিয়ালের গলা, হাতে পায়ে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি নিয়ে ছায়া তদন্তে নামে র‍্যাব-৬ সদস্যরা। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ঘটনার দিন রাতে পিয়ালের বাবা কিতাব আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজাসহ ১০ জনের নাম পরিচয় উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

এ দিকে হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজার সম্পৃক্ততার অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। গত ৯ নভেম্বর রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত