Ajker Patrika

ইবি প্রকৌশলীর বাড়ি থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
ইবি প্রকৌশলীর বাড়ি থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহীদ উদ্দিন মো. তারেকের বাড়ির গেস্টরুম থেকে রুবিয়া (১৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ কাটাইখানা মোড় এলাকায় আব্দুল জব্বার সড়কে প্রকৌশলীর বাড়ির দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। 

নিহত রুবিয়া রাজবাড়ী জেলার পাংশা এলাকার মো. নবীর মেয়ে। প্রায় মাস দুই আগে রুবিয়া এ বাসায় কাজ করতে আসে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের ১৯ আব্দুর রাজ্জাক সড়ক, আড়ুয়া পাড়া মুন্সী শহীদ উদ্দিন মোহাম্মদ তারিকের বাড়িতে এক মাস ধরে কাজ করত গৃহকর্মী রুবিয়া। আজ রোববার বিকেল ৪টার দিকে গৃহকর্মীকে ডাক দিলে তাঁকে পাওয়া না যাওয়ায় বাড়ির অন্য সদস্যরা সাড়ে ৪টা থেকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা নিচের ফ্ল্যাটে গেস্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইবির প্রধান প্রকৌশলী তারেক বলেন, ঘটনার সময় তিনি তাঁর কর্মস্থলে ছিলেন। ফোনে বিষয়টি জানতে পেরেছেন। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল জানান, ‘শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

ওসি আরও বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপরও কেউ অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত