Ajker Patrika

কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২: ১৮
কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 

শ্রমিক মারধরের প্রতিবাদে কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের আওতায় বন্ধ রয়েছে কুষ্টিয়া থেকে সব ধরনের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাঁরা বলছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গন্তব্য যেতে পারছেন না কেউ। জনগণকে জিম্মি করে এমন ধর্মঘট করা অযৌক্তিক। তবে এ সমস্যা নিরসনে জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজ দুপুর ১২টার দিকে মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। 

বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক ও শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। সেই জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন। 

আজ শনিবার সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুষ্টিয়া শহরের মজমপুর বাস ডিপোতে গেলে দেখা যায় সব যানবাহন দাঁড়িয়ে আছে। বিভিন্ন রুটে যাতায়াতের জন্য ভিড় করলেও যানবাহন চলাচল না করায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত