Ajker Patrika

সব দলকে ঐক্যবদ্ধ হয়ে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে: নার্গিস বেগম

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ২১: ৩৬
যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এই কথা বলেন। ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জিয়া পরিষদ যশোর।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। তিনি বলেন, ‘ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। এই অবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।’

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আজকে ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের সমর্থনে গঠিত একটি সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের কাছ থেকে দেশের সব দেনাপাওনা আদায় করে নিতে পারবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইসহক। জিয়া পরিষদ যশোরের সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত