Ajker Patrika

ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানচালক শাহজামালকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার ঘটনার নয় দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোটচাঁদপুর পুলিশ। উদ্ধার হয়নি মোবাইল, নগদ টাকা। এদিকে আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ভ্যান চালক শাহজামালের ভাই আশাদুল ইসলাম বলেন, ‘১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শাহজামাল সাবদারপুর বাজার থেকে ভ্যানে দুজন যাত্রী তোলেন ভাই। তাঁদের নিয়ে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে যান।

ভোমরাডাঙ্গা গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। তাঁরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছিনাকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় কুড়াল দিয়ে কোপ দিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। তাঁকে উদ্ধারের পর প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, যশোর সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ১৮ জানুয়ারি একজনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত