কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বড়ুরিয়া বাঁধের খাল পাড়া এলাকা সংলগ্ন গড়াই নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় আধ কিলোমিটার পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এতে গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি ও নদী পাড়ের সরু রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ নদী ভাঙন শুরু হওয়ায় খালপাড়া এলাকায় গড়াই নদীতে প্রায় আধ কিলোমিটার অংশের গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি, রাস্তা নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি।
ভাঙন এলাকার বাসিন্দা কালোন শেখ বলেন, নদী ভাঙনের কারণে ভীষণ বিপদে আছি। দ্রুত ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। নইলে সব শেষ হয়ে যাবে আমাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এখানে অধিকাংশ জমিতে আম ও লিচু বাগান ছিল। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে। ফলে প্রতি বছরই ভাঙন লাগে। তবে এ বছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে। তাই পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে।
ভাঙনের বিষয়ে জানতে নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীকে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন বলেন, গড়াই নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি মাত্রই জানতে পেরেছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বড়ুরিয়া বাঁধের খাল পাড়া এলাকা সংলগ্ন গড়াই নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় আধ কিলোমিটার পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এতে গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি ও নদী পাড়ের সরু রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ নদী ভাঙন শুরু হওয়ায় খালপাড়া এলাকায় গড়াই নদীতে প্রায় আধ কিলোমিটার অংশের গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি, রাস্তা নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি।
ভাঙন এলাকার বাসিন্দা কালোন শেখ বলেন, নদী ভাঙনের কারণে ভীষণ বিপদে আছি। দ্রুত ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। নইলে সব শেষ হয়ে যাবে আমাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এখানে অধিকাংশ জমিতে আম ও লিচু বাগান ছিল। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে। ফলে প্রতি বছরই ভাঙন লাগে। তবে এ বছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে। তাই পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে।
ভাঙনের বিষয়ে জানতে নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীকে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন বলেন, গড়াই নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি মাত্রই জানতে পেরেছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২১ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৭ মিনিট আগে