কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বড়ুরিয়া বাঁধের খাল পাড়া এলাকা সংলগ্ন গড়াই নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় আধ কিলোমিটার পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এতে গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি ও নদী পাড়ের সরু রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ নদী ভাঙন শুরু হওয়ায় খালপাড়া এলাকায় গড়াই নদীতে প্রায় আধ কিলোমিটার অংশের গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি, রাস্তা নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি।
ভাঙন এলাকার বাসিন্দা কালোন শেখ বলেন, নদী ভাঙনের কারণে ভীষণ বিপদে আছি। দ্রুত ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। নইলে সব শেষ হয়ে যাবে আমাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এখানে অধিকাংশ জমিতে আম ও লিচু বাগান ছিল। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে। ফলে প্রতি বছরই ভাঙন লাগে। তবে এ বছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে। তাই পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে।
ভাঙনের বিষয়ে জানতে নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীকে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন বলেন, গড়াই নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি মাত্রই জানতে পেরেছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বড়ুরিয়া বাঁধের খাল পাড়া এলাকা সংলগ্ন গড়াই নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় আধ কিলোমিটার পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এতে গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি ও নদী পাড়ের সরু রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ নদী ভাঙন শুরু হওয়ায় খালপাড়া এলাকায় গড়াই নদীতে প্রায় আধ কিলোমিটার অংশের গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি, রাস্তা নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি।
ভাঙন এলাকার বাসিন্দা কালোন শেখ বলেন, নদী ভাঙনের কারণে ভীষণ বিপদে আছি। দ্রুত ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। নইলে সব শেষ হয়ে যাবে আমাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এখানে অধিকাংশ জমিতে আম ও লিচু বাগান ছিল। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে। ফলে প্রতি বছরই ভাঙন লাগে। তবে এ বছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে। তাই পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে।
ভাঙনের বিষয়ে জানতে নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীকে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন বলেন, গড়াই নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি মাত্রই জানতে পেরেছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেসকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
৪৩ মিনিট আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
১ ঘণ্টা আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
১ ঘণ্টা আগে