Ajker Patrika

বাগেরহাটে জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী সহস্রাধিক পরিবার 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮: ৫৩
বাগেরহাটে জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী সহস্রাধিক পরিবার 

জোয়ারে বাগেরহাটের ভৈরব, পানগুছি, পশুর, দড়াটানাসহ বিভিন্ন নদ-নদী ও খালের পানি বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার অন্তত সহস্রাধিক বাড়িঘরে উঠেছে। আজ বুধবার দুপুরে হঠাৎ জোয়ারের পানি বেড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

দুপুরে হাড়িখালি এলাকায় গিয়ে দেখা যায়, ভৈরব নদের তীরে থাকা হাড়িখালি ও মাঝিডাঙ্গা এলাকার অন্তত ২০টি বসত ঘর প্লাবিত হয়েছে। কারও কারও ঘরের মধ্যে পানি উঠে গেছে। ছাগল ও গবাদিপশু ঘরের খাটের ওপর রেখেছেন তাঁরা। রান্না ঘরে পানি উঠে যাওয়ায় রান্না বন্ধ রয়েছে। হাড়িখালি-মাঝিডাঙ্গা নয় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর, কলাবাড়িয়া, পানিঘাটসহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

অন্যদিকে পানগুছি নদীর পানিতে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রধান বাজার, পৌরসভার একাংশ, উপজেলা পরিষদ চত্বর প্লাবিত হয়েছে। এ ছাড়া মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, বহরবুনিয়া, পঞ্চকরণ, তেলিগাতি, হোগলাবুনিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে অন্তত সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, বাঁধ না থাকায় জোয়ারের পানিতে সরকারি আশ্রয়ণ প্রকল্প মাঝিডাঙ্গা এলাকাও মাঝেমধ্যে প্লাবিত হয়। খাউলিয়া, পঞ্চকরণ, তেলিগাতি ও হোগলাবুনিয়া তেলিগাতি ইউনিয়নের বেশ কিছু পরিবার পানিবন্দী রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

হাড়িখালি এলাকার আফছার আলী হাওলাদার বলেন, ‘বেড়িবাঁধ নেই। ঘরদুয়ার সব তলাইয়া গেছে। ঘরে যাওয়া লাগে কাছা দিয়া। রান্না-বান্না সব বন্ধ। আমাদের দিকে কেউ খেয়াল করে না।’ 

একই এলাকার মনির শেখ বলেন, ‘আষাঢ়-শ্রাবণ মাস আসলে খুবই কষ্টে থাকতে হয়। মাঝে মাঝেই পানি উঠে যায়। ভৈরবের পাশে যদি একটি বাঁধ দেওয়া থাকত, তাহলে আমরা কিছুটা শান্তিতে থাকতে পারতাম।’

মোরেলগঞ্জ উপজেলা সদরের বুলি কাজী বলেন, ‘জোয়ারের পানিতে মোরেলগঞ্জ বাজার, উপজেলা চত্বরসহ পৌর শহরের বেশ কিছু এলাকায় হঠাৎ পানি উঠে যায়। লোকজনের খুব ভোগান্তি হয়েছে। পানগুছি নদীর পাড়ে টেকসই শহর রক্ষা বাঁধ থাকলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না।’ 

বহরবুনিয়া এলাকার রফিকুল ইসলাম বলেন, চারপাশে নদী-আর খালের মধ্যে আমাদের বহরবুনিয়া ইউনিয়ন। হঠাৎ করে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেশ কিছু পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। মাঝে মাঝে বৃষ্টি থাকায়, পানি সহজে নামছে না। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ‘দুপুরের জোয়ারে স্বাভাবিকের থেকে দেড় ফুটের বেশি পানি বেড়েছে। তবে দড়াটনা ও ভৈরবের পানি বিপদ সীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পাউবোর যে বাঁধ রয়েছে, সেগুলো এখনো ঝুঁকিমুক্ত রয়েছে। বাঁধ না থাকা কিছু এলাকায় পানি ওঠার খবর পেয়েছি।’

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বলেন, পানিতে যাতে কারও কোনো অসুবিধা না হয় সে জন্য খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত