Ajker Patrika

কুমারখালীতে হাঁস পিটিয়ে মারার অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে হাঁস পিটিয়ে মারার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন। 

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত। 

আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’ 

মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’ 

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’ 

এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’ 

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার। 

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত