Ajker Patrika

সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে মারধর করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরায় পুলিশ সুপারের (এসপি) বাংলোর পাশে শেখ আমিনুর রহমান নামের এক বিকাশ এজেন্টকে আটকে রেখে মারধর করে নগদ ৪ লাখ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শেখ আমিনুর রহমান সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ হাবিবুর রহমানের ছেলে।

ভুক্তভোগী আমিনুর রহমানের ভাই শেখ আজিজুর রহমান বলেন, তাঁর ভাই মোবাইল ব্যাংকিং বিকাশের ডিএসও পদে চাকরি করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলোর কাছে বিকাশ এজেন্ট সালমান টেলিকমে যান। এ সময় লেনদেন নিয়ে সালমান টেলিকমের মালিক হিমেল রায়হানের সঙ্গে তাঁর বচসা হয়। একপর্যায়ে কয়েকজন তাঁর ভাইকে ধরে নিয়ে দোকানে আটকে রেখে রড দিয়ে মাথা ফাটিয়ে দেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ ৪ লাখ টাকা কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে তিনি গিয়ে তাঁর ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় শেখ আজিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত