Ajker Patrika

কেশবপুরে ৫ নারী পাচ্ছেন জয়িতা সম্মাননা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩৪
কেশবপুরে ৫ নারী পাচ্ছেন জয়িতা সম্মাননা

যশোরের কেশবপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচটি বিভাগে তাঁদের এ সম্মাননা দেওয়া হবে। 

উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুপালী রানী। 

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুপালী রানী বলেন, বেগম রোকেয়া দিবস উপলক্ষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে উপজেলার মূলগ্রামের ললিতা মণ্ডল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আলতাপোল গ্রামের ড. নাছরিন সুলতানা লাকি, সফল জননী মধ্যকূল গ্রামের শাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মূলগ্রামের ময়না রানী মণ্ডল এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাগডাঙ্গা গ্রামের সাধনা বিশ্বাসকে জয়িতা সম্মাননা প্রদান করা হচ্ছে। 

অনুষ্ঠানের অতিথিরা এই পাঁচ নারীর হাতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা তুলে দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত