Ajker Patrika

ইবিতে হতে যাচ্ছে আই-ইইই কম্পিউটার সোসাইটি সিম্পোজিয়াম

ইবি প্রতিনিধি
Thumbnail image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপটার সামার সিম্পোজিয়াম। আয়োজনটি আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে। আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপটার ও ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের টাইটেল স্পনসরশিপ হিসেবে থাকবেন ব্র্যাকনেট। অনুষ্ঠানটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এবং ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে ৯টি দেশ থেকে ৪৪৮ জন গবেষক ২৭৩টি গবেষণাপত্রের অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর থেকে বাছাই করে সেরা দশ জনকে নির্বাচিত করা হবে। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া। 

দেশ ও বিদেশের শিক্ষাবিদ, প্রকৌশলী ও গবেষকেরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানটির সহযোগী স্পনসরশিপ হিসেবে থাকবে ইউজিসি। ইয়ুথ পার্টনার হিসেবে আছে স্পার্ক ও আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপটার। পুরো আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে আছে দৈনিক আজকের পত্রিকা।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত