Ajker Patrika

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোল–দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বিজিবি বলছে, দুই বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে বিএসএফ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আহতরা হলেন—বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)। 

এ ব্যাপারে ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান,, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি অন্ধকার সীমান্তপথে ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এ সময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। 

আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত