Ajker Patrika

লোহাগড়ায় সাহাপাড়া পরিদর্শনে জেলা জাতীয় পার্টির নেতারা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় সাহাপাড়া পরিদর্শনে জেলা জাতীয় পার্টির নেতারা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় মন্দির, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা নড়াইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন তারা। 

জাপা নেতারা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের আমাদেরকে এখানে পাঠিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য। জাতীয় পার্টি ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। 

দলটির নেতারা আরও বলেন, সরকার ও প্রশাসনের উচিত এ ঘটনায় যে লিখেছে এবং যারা উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় মন্দির, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা। 

নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের নেতৃত্বে পরিদর্শনে যাওয়া প্রতিনিধিরা হলেন—জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, লোহাগড়া উপজেলা জাপা নেতা মো. সাদেক, শফিকুল ইসলাম, বেলাল হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত