খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩০ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৪ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে