ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের দিনমজুর তোরাব আলী রানিমা বেগম দম্পতির চুরি হওয়া নবজাতকটি তিন দিনেও উদ্ধার হয়নি। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়।
এদিকে শিশুটিকে হারিয়ে তার মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি কোনো সংঘবদ্ধ চোর চক্র হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের সামনে থেকে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। দরিদ্র দিনমজুর বলে তাঁদের সন্তান উদ্ধারে কারও মাথা ব্যথা নেই।
শিশুটির বাবা তোরাব আলী বলেন, ‘গত সোমবার খুমেক হাসপাতালে তাঁর স্ত্রী একটি পুত্রসন্তান জন্ম দেন। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য এক গাড়িচালক উজ্জ্বলের সঙ্গে ভাড়া নিয়ে কথা হয়। ভাড়া নিয়ে দর–কষাকষির একপর্যায়ে চালক উজ্জ্বল ও তাঁর সহযোগীরা আমার শ্যালক ও শ্বশুরকে মারধর করেন। এ সময় হুড়োহুড়ির মধ্যে রানিমা বেগমের ছোট বোন সোনিয়ার কোলে থাকা শিশুটিকে অজ্ঞাতপরিচয় এক নারী কোলে নিয়ে কৌশলে পালিয়ে যান। ঘটনার পর সেই চালক ও হামলাকারীদেরও পাওয়া যাচ্ছে না।’
হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, নবজাতক চুরির ঘটনায় আবাসিক কর্মকর্তা সুহাস রঞ্জন হালদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও কর্তব্যে গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির খোঁজ নেওয়ার ব্যাপারে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বলেন, ‘শিশু চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের দুজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। শিশুটি উদ্ধারে পুলিশ ও র্যাব-৬ যৌথ অভিযান চালানো হচ্ছে।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের দিনমজুর তোরাব আলী রানিমা বেগম দম্পতির চুরি হওয়া নবজাতকটি তিন দিনেও উদ্ধার হয়নি। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়।
এদিকে শিশুটিকে হারিয়ে তার মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি কোনো সংঘবদ্ধ চোর চক্র হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের সামনে থেকে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। দরিদ্র দিনমজুর বলে তাঁদের সন্তান উদ্ধারে কারও মাথা ব্যথা নেই।
শিশুটির বাবা তোরাব আলী বলেন, ‘গত সোমবার খুমেক হাসপাতালে তাঁর স্ত্রী একটি পুত্রসন্তান জন্ম দেন। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য এক গাড়িচালক উজ্জ্বলের সঙ্গে ভাড়া নিয়ে কথা হয়। ভাড়া নিয়ে দর–কষাকষির একপর্যায়ে চালক উজ্জ্বল ও তাঁর সহযোগীরা আমার শ্যালক ও শ্বশুরকে মারধর করেন। এ সময় হুড়োহুড়ির মধ্যে রানিমা বেগমের ছোট বোন সোনিয়ার কোলে থাকা শিশুটিকে অজ্ঞাতপরিচয় এক নারী কোলে নিয়ে কৌশলে পালিয়ে যান। ঘটনার পর সেই চালক ও হামলাকারীদেরও পাওয়া যাচ্ছে না।’
হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, নবজাতক চুরির ঘটনায় আবাসিক কর্মকর্তা সুহাস রঞ্জন হালদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও কর্তব্যে গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির খোঁজ নেওয়ার ব্যাপারে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বলেন, ‘শিশু চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের দুজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। শিশুটি উদ্ধারে পুলিশ ও র্যাব-৬ যৌথ অভিযান চালানো হচ্ছে।’
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগেতিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাত।
১১ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।
৩১ মিনিট আগে