শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগেতিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাত।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।
৩৬ মিনিট আগে