শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৪ ঘণ্টা আগে