Ajker Patrika

এনসিপির শ্রমিক নেতাদের ওপর হামলার অভিযোগে বিএনপির ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক নেতাদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী এনসিপির শ্রমিক সংগঠনের নেতা তিতুমীর চোকদার। গতকাল মঙ্গলবার রাতে মোংলা থানায় এ মামলা হয়। এদিকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলা করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

মামলার বাদী তিতুমীর চোকদার লিখিত অভিযোগে বলেন, তাঁকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও মারধরসহ তাঁদের নারী নেত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে মোংলা বন্দর শ্রমিক সংগঠন আওয়ামী লীগের কর্তাব্যক্তিরা নিয়ন্ত্রণে রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চালিয়েছে। গণ-অভ্যুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী এটির নিয়ন্ত্রণ নিয়ে তাঁর অনুসারীদের দিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্তৃত্ব শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকেরা। এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি-সমর্থিত শ্রমিক দল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি ও এনসিপি-সমর্থিত শ্রমিকেরা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকেন। ২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাঁদের সমর্থক স্থানীয় শ্রমিকেরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক শ্রমিক আহত হন। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মামলার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে বিএনপির নেতা জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ মামলা করা হয়েছে। এ মামলার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। সেখানে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাতে এবং বুধবার বিকেলে পৌর শহরে দুদফায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত