Ajker Patrika

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা যুবদল নেতার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৫: ১৬
Thumbnail image

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর (৪৫) ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাসিবুরকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসিবুর হাটশ হরিপুর ইউনিয়নের শালদা গ্রামের মৃত আমজাদ মালিথার ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক। তাঁর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই বাবর আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হাসিবুর সভাপতি পদে প্রার্থী ছিলেন। গতকাল বিকেলে ওই নির্বাচনের মিটিং শেষ করে হরিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে তিনি শহরের দিকে ফিরছিলেন। এ সময় পথে স্থানীয় যুবদল নেতা শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে মোটরসাইকেল থামিয়ে হাসিবুরের ওপর হামলা চালান। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা ধরে পড়ে ছিলেন হাসিবুর। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং পূর্ববিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবারের লোকজন। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাঁ হাতের কবজি ভেঙে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।’ 

ঢাকায় চিকিৎসাধীন হাসিবুরের সঙ্গে থাকা সাংবাদিক শাহরিয়ার ইমন রুবেল বলেন, ‘ঢাকার ট্রমা সেন্টারে হাসিবুরের চিকিৎসা চলছে। তাঁর অস্ত্রোপচার করা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’ 
 
হাসিবুরের স্ত্রী টপি বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার সঙ্গে জড়িত কেউ যেন ছাড় না পায়, সেই দাবি জানাচ্ছি।’ 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, ‘শিপন সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। এই হামলার সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। তাঁদের মধ্যে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। 

এদিকে, হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া মডেল থানায় যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করেন কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দত্ত, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলুসহ প্রমুখ। 

হাসিবুরের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। পরে থানা চত্বরে এসে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ হাসিবুরের ওপর হামলায় জড়িতদের আটকের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন সাংবাদিক নেতারা। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিক হাসিবুরের ওপর হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হামলায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত