Ajker Patrika

আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১: ২০
আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে: মাশরাফি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। 

আজ রোববার বিকেলে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে দেশে যে উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে।’ 

তিনি বলেন, ‘আমি জানি নড়াইলের মানুষ সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছেন। বঙ্গবন্ধুর সময় থেকে আপনারা ছিলেন, এখন শেখ হাসিনার সঙ্গেও আছেন, ভবিষ্যতেও থাকবেন।’ 

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সব সেক্টরে সমানভাবে অবদান রেখে চলেছেন। সবাই আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের নেগেটিভ কিছু হবে, এমন ভাবার কিছুই নেই।’ 

এ ছাড়া নড়াইল-২ সংসদীয় আসনের যে কয়টি মণ্ডপে দুর্গাপূজা হবে সব কয়টিতে সিসিটিভির ব্যবস্থা করে দেবেন বলেও জানান এই সংসদ সদস্য। 

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা। 

এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ বছর জেলার তিনটি উপজেলায় মোট ৫৭১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত