Ajker Patrika

কলেজছাত্রকে নির্যাতন করা তালার সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ২৩
Thumbnail image

সাতক্ষীরার তালায় টর্চার সেলে কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগের নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আকিবকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে গতকাল বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে আলোচিত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আটক সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে। সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। 

তালা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আজ বৃহস্পতিবার সকালে আকিবকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত