Ajker Patrika

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘুরতে দেখে যুবকের ‘আত্মহত্যা’

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘুরতে দেখে যুবকের ‘আত্মহত্যা’

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর পূর্বে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে (৮) বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 

নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তাঁর ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামের এক ব্যক্তির দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাঁরা ধরা পড়েন। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু বারবার সালিস করার পরও তাদের পরকীয়া থেমে থাকেনি। 

গত তিন মাস পূর্বে আব্দুস সালামকে তাঁর স্ত্রী গোপনে তালাক দেন। তালাকের পরও ঘর-সংসার চলছিল। এ অবস্থায় গত ২০ দিন পূর্বে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তাঁর স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে গোলযোগ করে জিনিসপত্র নিয়ে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান। 

আজ শুক্রবার (২১ জুন) সকালে সালামের স্ত্রী ও তাঁর প্রেমিককে এক সঙ্গে ঘুরতে দেখেন। এ কষ্ট সহ্য না করতে পেরে তিনি বাড়িতে এসে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। 

প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাঁর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াইটার দিকে দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত