ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষক হেনস্তার অভিযোগ উঠেছে। ওই নিরাপত্তা কর্মকর্তার অপসারণ চেয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী এই অভিযোগ দেন।
অভিযোগে জানা গেছে, গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের দিন গত শুক্রবার রাতে ইউনিট সমন্বয়কারী ও পরীক্ষার কার্যাদি সংশ্লিষ্ট ভবনে প্রবেশের মৌখিক নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। পরে রাত ১১টায় দুই শিক্ষক সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করেন বলে অভিযোগ করেন দায়িত্বরত আনসার সদস্যরা। তবে কর্তৃপক্ষের এমন মৌখিক নিষেধাজ্ঞার ব্যাপারে শিক্ষকদের জানানো হয়নি এবং ভবনে প্রবেশের সময় কোনো আনসার শিক্ষকদের নিষেধ করেননি বলে জানা যায়।
আনসারদের অভিযোগে বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী জোর করে সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করেছেন।
এদিকে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী একটি পাল্টা অভিযোগ দিয়েছেন প্রশাসনে। অভিযোগে বলা হয়, ইতিমধ্যে আমার বিরুদ্ধে আনসারের এক পিসি প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে এখানে আমি আমার অবস্থান পরিষ্কার করছি এবং শিক্ষক সমাজের সম্মান রক্ষার্থে পিসি আলতাফ হোসেন ও নোট প্রদানকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আব্দুস সালামকে তাঁদের পদ থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। পরীক্ষার আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রবেশ করা যাবে না—এই মর্মে বিভাগের সভাপতি হিসেবে আমি কোনো পত্র পাইনি। নিষেধাজ্ঞাই যদি না থাকে, তাহলে আমি তা ভঙ্গ করলাম কী করে?
অভিযোগের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, ‘আমার বিরুদ্ধে মনগড়া ও কাল্পনিক অভিযোগ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আগের রাতে সংশ্লিষ্ট ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই শিক্ষক আনসারদের নিষেধ না মেনে ভবনে প্রবেশ করেন। পরে আমি গিয়ে তাঁকে কর্তৃপক্ষের নির্দেশনার ব্যাপারে অবহিত করি এবং ভবন ত্যাগ করতে বলি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘ভর্তি পরীক্ষার আগের দিন সংশ্লিষ্ট ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুজন শিক্ষক জোর করে প্রবেশের ব্যাপারে আনসার কমান্ড থেকে অভিযোগ পেয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এ বিষয়ে আনসার সদস্য ও শিক্ষকের দেওয়া অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রশাসনের নজরে আনব। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষক হেনস্তার অভিযোগ উঠেছে। ওই নিরাপত্তা কর্মকর্তার অপসারণ চেয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী এই অভিযোগ দেন।
অভিযোগে জানা গেছে, গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের দিন গত শুক্রবার রাতে ইউনিট সমন্বয়কারী ও পরীক্ষার কার্যাদি সংশ্লিষ্ট ভবনে প্রবেশের মৌখিক নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। পরে রাত ১১টায় দুই শিক্ষক সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করেন বলে অভিযোগ করেন দায়িত্বরত আনসার সদস্যরা। তবে কর্তৃপক্ষের এমন মৌখিক নিষেধাজ্ঞার ব্যাপারে শিক্ষকদের জানানো হয়নি এবং ভবনে প্রবেশের সময় কোনো আনসার শিক্ষকদের নিষেধ করেননি বলে জানা যায়।
আনসারদের অভিযোগে বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী জোর করে সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করেছেন।
এদিকে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ও মো. ফতেহ্ আলী চৌধুরী একটি পাল্টা অভিযোগ দিয়েছেন প্রশাসনে। অভিযোগে বলা হয়, ইতিমধ্যে আমার বিরুদ্ধে আনসারের এক পিসি প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে এখানে আমি আমার অবস্থান পরিষ্কার করছি এবং শিক্ষক সমাজের সম্মান রক্ষার্থে পিসি আলতাফ হোসেন ও নোট প্রদানকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আব্দুস সালামকে তাঁদের পদ থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। পরীক্ষার আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রবেশ করা যাবে না—এই মর্মে বিভাগের সভাপতি হিসেবে আমি কোনো পত্র পাইনি। নিষেধাজ্ঞাই যদি না থাকে, তাহলে আমি তা ভঙ্গ করলাম কী করে?
অভিযোগের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, ‘আমার বিরুদ্ধে মনগড়া ও কাল্পনিক অভিযোগ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আগের রাতে সংশ্লিষ্ট ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই শিক্ষক আনসারদের নিষেধ না মেনে ভবনে প্রবেশ করেন। পরে আমি গিয়ে তাঁকে কর্তৃপক্ষের নির্দেশনার ব্যাপারে অবহিত করি এবং ভবন ত্যাগ করতে বলি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘ভর্তি পরীক্ষার আগের দিন সংশ্লিষ্ট ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুজন শিক্ষক জোর করে প্রবেশের ব্যাপারে আনসার কমান্ড থেকে অভিযোগ পেয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এ বিষয়ে আনসার সদস্য ও শিক্ষকের দেওয়া অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রশাসনের নজরে আনব। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, লগি-বইঠার বিরুদ্ধে একটি আন্দোলন। কিন্তু আজ দেশে আবার নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম্য দেখা যাচ্ছ
২৫ মিনিট আগে‘তিন বছরের একটি ছোট শিশুর একা একা এ ধরনের প্রবল বর্ষণের সময় বাইরে অবস্থান এবং খেলাধুলা করার ক্ষেত্রে পরিবারের উচিত ছিল তার দিকে সজাগ দৃষ্টি রাখা। নালায় পড়ে শিশুর মৃত্যুর পেছনে এটি একটি অন্যতম কারণ।’ চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দিপুর এলাকায় গত বুধবার নালায় পড়ে শিশু হুমায়রার মৃত্যুর কারণ অনুসন্ধান
৩০ মিনিট আগেপাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে অভিযান চালিয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চলে। জব্দ করা জালের মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।
৩৮ মিনিট আগে