Ajker Patrika

তরুণ-তরুণীকে জিম্মি করে মারপিট-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২ 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
তরুণ-তরুণীকে জিম্মি করে মারপিট-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২ 

যশোরে হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক। দুর্বৃত্তদের হাতে তাঁর হবু স্ত্রীও মারপিটের শিকার হয়েছেন। মুক্তিপণও আদায় করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত শমসেরের ছেলে জিয়া (৪৩), মতিয়ার রহমানের ছেলে সিজান (২২) এবং খোকন কারির ছেলে লিটন (২২)। 

এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়া (৪৩) ও সিজান (২২)। তাদের থেকে উদ্ধার করেছে মুক্তিপণ হিসাবে নেওয়া ৮ হাজার টাকা ও মোবাইল ফোনসেট। 

যশোরের চৌগাছা উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, মাস খানেক আগে পরিবারের সম্মতিতে শাহনাজ আক্তারের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। গত ৭ এপ্রিল সন্ধ্যার দিকে উভয় পরিবারের অনুমতি নিয়ে সদর উপজেলার হানাফিয়া গ্রামে শাহনাজের বান্ধবী প্রিয়ার বাড়িতে বেড়াতে যান দুজন। সে সময় আসামিরা ওই বাড়িতে প্রবেশ করে তাঁর হবু স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়। তিনি প্রতিবাদ করলে আসামিরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় হবু স্ত্রী শাহনাজ ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। পরে আসামিরা তাঁকে সেখান থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রাখে এবং মুক্তিপণ হিসাবে ২ লাখ টাকা দাবি করে। তাঁর কাছে থাকা এক হাজার তিন শ টাকা কেড়ে নেয়। পরে আসামিরা তাঁর মায়ের মোবাইল ফোন নম্বরে কল করে টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আসামিদের দেওয়া বিকাশ নম্বরে ৮ হাজার টাকা পাঠায় তাঁর পরিবার। সেসময় আশপাশের লোকজন ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। 
যাওয়ার আগে আসামিরা এই বিষয়ে কোন মামলা করলে শাহনাজের বান্ধবী প্রিয়া ও তাঁর পরিবারের লোকজনকে খুন করবে বলে হুমকি দেয়। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে। 
 
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) টিটু আলী জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর জিয়া ও সিজানকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত