দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারত সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বিওপির ওপারে ভারতের চরভদ্রা সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার কারণ ও ঘটনার সঠিক ব্যাখ্যা জানতে এই সাক্ষাতের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই বৈঠকে সীমান্তের নানা বিষয় নিয়েও কথা বলেন দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডাররা। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ভারতের রওশনবাগ ১৪৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে গুলির বিষয়ে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট জানিয়েছেন,কাউকে উদ্দেশ্য করে নয়, শুধু চোরাকারবারিদের ভয়ভীতি দেখানোর জন্য ফাঁকা গুলি করা হয়েছে।
এ সময় বাংলাদেশি জনসাধারণের ওপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা গুলি না করার বিষয়ে বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানালে বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাতে চিলমারী সীমান্তের বিপরীতে ভারতের ২০০ গজ অভ্যন্তরে পরিখা খননের কারণ জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে গরু-মহিষের চোরাচালান রোধের কারণে এই পরিখা খনন করা হয়েছে।
পরে সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, অবৈধ চোরাচালান রোধে জনবল বাড়ানো হয়েছে।
এ সময় দুই দেশের সীমান্ত রক্ষায় সর্বাত্মক সহযোগিতা কামনা করেন দুই দেশর সীমান্তরক্ষী বাহিনী।
কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারত সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বিওপির ওপারে ভারতের চরভদ্রা সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার কারণ ও ঘটনার সঠিক ব্যাখ্যা জানতে এই সাক্ষাতের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই বৈঠকে সীমান্তের নানা বিষয় নিয়েও কথা বলেন দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডাররা। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ভারতের রওশনবাগ ১৪৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে গুলির বিষয়ে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট জানিয়েছেন,কাউকে উদ্দেশ্য করে নয়, শুধু চোরাকারবারিদের ভয়ভীতি দেখানোর জন্য ফাঁকা গুলি করা হয়েছে।
এ সময় বাংলাদেশি জনসাধারণের ওপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা গুলি না করার বিষয়ে বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানালে বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাতে চিলমারী সীমান্তের বিপরীতে ভারতের ২০০ গজ অভ্যন্তরে পরিখা খননের কারণ জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে গরু-মহিষের চোরাচালান রোধের কারণে এই পরিখা খনন করা হয়েছে।
পরে সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, অবৈধ চোরাচালান রোধে জনবল বাড়ানো হয়েছে।
এ সময় দুই দেশের সীমান্ত রক্ষায় সর্বাত্মক সহযোগিতা কামনা করেন দুই দেশর সীমান্তরক্ষী বাহিনী।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
২ ঘণ্টা আগে