ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাস-ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে সিনহা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তাজমীর খাতুন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়। তারা যমজ বোন। এ ঘটনায় শিশু দুটির বাবা মো. সেলিম শেখ ও তাঁর স্ত্রীসহ মোট তিনজন আহত হয়। তাদের বাড়ি উপজেলার বৈলতলী গ্রামে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক মো. সেলিম শেখ তাঁর স্ত্রী ও দুই যমজ শিশুসহ কাটাখালী থেকে নিজস্ব ভ্যানে বাড়ি ফিরছিলেন। টাউন নওয়াপাড়া বাজারের কাছে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে ট্রাকের ওপর আছড়ে পড়ে। এ সময় মায়ের কোলে থাকা শিশু সিনহা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর শিশু তাজমীর খাতুন রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। আহত শিশু, তার বাবা সেলিম শেখ ও মা সাবিয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাধন কুমার মিস্ত্রি বলেন, ‘আহত শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও তারা সেখানে যেতে চাইছে না।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘শিশু সিনহা খাতুনের মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাসটি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাস-ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে সিনহা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তাজমীর খাতুন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়। তারা যমজ বোন। এ ঘটনায় শিশু দুটির বাবা মো. সেলিম শেখ ও তাঁর স্ত্রীসহ মোট তিনজন আহত হয়। তাদের বাড়ি উপজেলার বৈলতলী গ্রামে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক মো. সেলিম শেখ তাঁর স্ত্রী ও দুই যমজ শিশুসহ কাটাখালী থেকে নিজস্ব ভ্যানে বাড়ি ফিরছিলেন। টাউন নওয়াপাড়া বাজারের কাছে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে ট্রাকের ওপর আছড়ে পড়ে। এ সময় মায়ের কোলে থাকা শিশু সিনহা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর শিশু তাজমীর খাতুন রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। আহত শিশু, তার বাবা সেলিম শেখ ও মা সাবিয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাধন কুমার মিস্ত্রি বলেন, ‘আহত শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও তারা সেখানে যেতে চাইছে না।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘শিশু সিনহা খাতুনের মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাসটি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার ভোররাত পৌনে ৫টার দিকে জেলা সদরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
১৪ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
২৯ মিনিট আগেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
২৯ মিনিট আগে