Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী

খুবি প্রতিনিধি 
খুবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন উপ-উপাচার্য অধ্যাপক হারুনর রশীদ খান। ছবি: আজকের পত্রিকা
খুবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন উপ-উপাচার্য অধ্যাপক হারুনর রশীদ খান। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া জুলাই বিপ্লবের আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

সরেজমিন ঘুরে দেখা যায়, এ প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানে কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিশু, প্রৌঢ় সকলের অংশগ্রহণের স্থিরচিত্র তুলে ধরা হয়েছে। আন্দোলন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র প্রদর্শিত হয়েছে।

আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থী মাহিন সরকার বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের ওপর যা করেছে, সেটা কখনো ভোলার নয়। আজ এখানে এসে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমার ভালো লেগেছে যে এত সুন্দর করে আন্দোলনের চিত্রগুলো প্রদর্শন করা হয়েছে। এই চিত্রগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে।’

এ সময় আরও উপস্থিতি ছিলেন সোসাইটির সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেহরাজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত