Ajker Patrika

স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন, আপনি–আমি ছাড়া কেউ জানবে না: ইবি ভিসিকে মেসেজ

ইবি প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮: ০৩
স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন, আপনি–আমি ছাড়া কেউ জানবে না: ইবি ভিসিকে মেসেজ

টাকার বিনিময়ে চাকরি চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার মেসেজটি আসে উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। যার জিডি নম্বর ১০২১।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়েছে, আজ সকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে মিথি নামে একজন উপাচার্যের ব্যক্তিগত নম্বরে ১০ লাখ টাকার বিনিময়ে একটি চাকরি চেয়ে মেসেজ পাঠান।

ওই নম্বর থেকে প্রথমে উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করা হয়। উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠান। এই বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে উপাচার্যের মানহানি হবে। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

উপাচার্যকে পাঠানো মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, ‘স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।’

এ বিষয়ে জানতে ওই নম্বরে কল দিলে অপর পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ বলে, ‘এ রকম মেসেজ আমি দিইনি। আমার আইডিটা হয়তো হ্যাক হয়েছে। আমি গরিব মানুষ। আমাদের এত টাকা নেই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কুচক্রী মহলের কাজ। এখানে একটা গ্রুপ আছে। এসব করে আমাদের ট্র্যাপে ফালাইতে চায়। আপাতত থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত