খুলনা প্রতিনিধি
খুলনায় গত ১০ মাসে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি লাশ নদীতে ভেসে আসায় ওই দুই হত্যা মামলা নৌ পুলিশ তদন্ত করছে। বাকি ২৪টির মধ্যে ২২টি হত্যার ঘটনা মেট্রোপলিটন পুলিশ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিদের আটক করা হয়েছে। দুটি মামলা তদন্তাধীন রয়েছে।
আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদকের বিক্রেতা, বাহক ও যারা খুলনার বাইরে থেকে মাদক নিয়ে আসে, তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে। গত সপ্তাহে হরিণটানা থানা এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ছাড়া নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সন্ধ্যায় পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। তারা যেন সন্ধ্যার পরে ঘরের বাইরে অযথা আড্ডা না দেয়, সেদিকে অভিভাবকসহ সবাইকে নজর দিতে হবে।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘খুলনা শহরে ২০ থেকে ২২ হাজার ইজিবাইক চলাচল করে। ধারণা করা হয়, এর প্রায় ৬০ শতাংশ প্রতিদিন বাইরে থেকে শহরে প্রবেশ করে। ইজিবাইকচালকেরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন না হওয়ায় যানজটের কারণ হয়ে ওঠে।
‘কেএমপির উদ্যোগে এই পর্যন্ত ৬ হাজার ৫০০ ইজিবাইকচালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যদের তিন থেকে চার মাসের মধ্যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া খুলনার সব ইজিবাইককে দুই রঙে বিভক্ত করে রং অনুযায়ী এক দিন বাদে এক দিন চলাচলের ব্যবস্থা করার বিষয়ে ভেবে দেখা যেতে পারে।’
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনায় গত ১০ মাসে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি লাশ নদীতে ভেসে আসায় ওই দুই হত্যা মামলা নৌ পুলিশ তদন্ত করছে। বাকি ২৪টির মধ্যে ২২টি হত্যার ঘটনা মেট্রোপলিটন পুলিশ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিদের আটক করা হয়েছে। দুটি মামলা তদন্তাধীন রয়েছে।
আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদকের বিক্রেতা, বাহক ও যারা খুলনার বাইরে থেকে মাদক নিয়ে আসে, তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে। গত সপ্তাহে হরিণটানা থানা এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ছাড়া নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সন্ধ্যায় পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। তারা যেন সন্ধ্যার পরে ঘরের বাইরে অযথা আড্ডা না দেয়, সেদিকে অভিভাবকসহ সবাইকে নজর দিতে হবে।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘খুলনা শহরে ২০ থেকে ২২ হাজার ইজিবাইক চলাচল করে। ধারণা করা হয়, এর প্রায় ৬০ শতাংশ প্রতিদিন বাইরে থেকে শহরে প্রবেশ করে। ইজিবাইকচালকেরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন না হওয়ায় যানজটের কারণ হয়ে ওঠে।
‘কেএমপির উদ্যোগে এই পর্যন্ত ৬ হাজার ৫০০ ইজিবাইকচালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যদের তিন থেকে চার মাসের মধ্যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া খুলনার সব ইজিবাইককে দুই রঙে বিভক্ত করে রং অনুযায়ী এক দিন বাদে এক দিন চলাচলের ব্যবস্থা করার বিষয়ে ভেবে দেখা যেতে পারে।’
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘চোর ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশের মানুষ দেখেছেন। নতুন করে তাদের আর পরীক্ষা নেওয়ার কিছু নেই।
১ ঘণ্টা আগেগবাদিপশুর লাম্পি স্ক্রিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিক ও খামারিরা। সময়মতো চিকিৎসা না পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এ রোগে গরু আক্রান্ত হয়
২ ঘণ্টা আগেযশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ চারজনের নামে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কেশবপুর আমলি আদালতে মামলা করেন কেশবপুরের
২ ঘণ্টা আগেজসিম উদ্দিন বলেন, ‘ইমামতি করিনি, এটা সঠিক নয়। অনেক আগে জেলা সদর ও ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরের মসজিদে ইমামতি করেছি। জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম। একসময় জেলা ছাত্রদলের পদে ছিলাম। আওয়ামী লীগের আমলে ১৭টি মামলার আসামি হয়েছি। গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। একাধিক মানবাধিকার সংগঠনে আছ
২ ঘণ্টা আগে