গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে সড়কের পাশে থাকা ডাম্পট্রাককে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চারজন আহত হন। হতাহত ব্যক্তিরা তাঁদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে গাংনী থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাংনী পৌরসভার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে নির্মাণশ্রমিক শাহিন আলী (২৮) ও তাঁর ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।
আহত চারজন হলেন গাড়াডোব গ্রামের আলতাফ হোসেন, উলফা খাতুন, ফজিলা খাতুন ও গোলাপি খাতুন।
শাহিন আলীর চাচাতো ভাই রাকিব আলী জানান, তাঁর দাদি ফজিলা খাতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে দুই দিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাঁকে দেখতে যাওয়ার জন্য শাহিনসহ তাঁদের সাতজন আত্মীয় একটি মাইক্রোবাসে করে কুষ্টিয়ায় যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাককে ধাক্কা দিলে সাতজন আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আক্তার বানু মারা গেছেন। এ ছাড়া চালক জামাল ও শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই এলাকার তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। তাঁরা এক রোগীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের গাংনীতে সড়কের পাশে থাকা ডাম্পট্রাককে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চারজন আহত হন। হতাহত ব্যক্তিরা তাঁদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে গাংনী থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাংনী পৌরসভার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে নির্মাণশ্রমিক শাহিন আলী (২৮) ও তাঁর ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।
আহত চারজন হলেন গাড়াডোব গ্রামের আলতাফ হোসেন, উলফা খাতুন, ফজিলা খাতুন ও গোলাপি খাতুন।
শাহিন আলীর চাচাতো ভাই রাকিব আলী জানান, তাঁর দাদি ফজিলা খাতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে দুই দিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাঁকে দেখতে যাওয়ার জন্য শাহিনসহ তাঁদের সাতজন আত্মীয় একটি মাইক্রোবাসে করে কুষ্টিয়ায় যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাককে ধাক্কা দিলে সাতজন আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আক্তার বানু মারা গেছেন। এ ছাড়া চালক জামাল ও শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই এলাকার তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। তাঁরা এক রোগীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৫ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১৪ মিনিট আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
২৩ মিনিট আগেরংপুর মহানগরীর সেনপাড়ার বাসিন্দা জাহিদা খাতুন। গত বছর মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগেছেন এই গৃহবধূ। আক্ষেপ করে তিনি বলেন, ‘ডেঙ্গু জ্বরের কষ্ট কী জিনিস বুঝেছি। এ জ্বরে আক্রান্ত হলে কেউ বাঁচে, কেউ মারা যায়। আমরা ট্যাক্স, ভ্যাট দেই, কিন্তু মশা তাড়াতে সিটি করপোরেশনের কোনো কার্যক্রম দেখি না। দিনে-রাতে সমান...
২৭ মিনিট আগে