Ajker Patrika

মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে জাব্বারুল ইসলাম (৩০) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে আসামি পলাতক থাকায় রায়ের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। 

মামলার বিবরণে জানা যায়, সাহারবাটি গ্রামের এক বিবাহিত নারীকে প্রায়ই মোবাইল ফোনে কল দিয়ে জ্বালাতন করতেন ওই গ্রামের জাব্বারুল ইসলাম। ঘটনার এক মাস আগে তাঁর স্বামীর বাড়ি থেকে তিনি বাবার বাড়িতে আসেন। দুজনের বাড়ি ছিল পাশাপাশি। জাব্বারুলের মোবাইল ফোনে ওই নারীর আপত্তিকর ভিডিও আছে বলে জানানো হয়। সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। 

পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ওই ছবি ডিলিট করে দেবে বলে জানায়। কথা মোতাবেক ২০২০ সালের ৬ জুলাই জাব্বারুলের সঙ্গে দেখা করার সম্মতি জানান ওই নারী। এ দিন বেলা ১১টার দিকে ভাটপাড়ার ব্রিজের কাছে পৌঁছালে আসামি তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় তাঁকে ধর্ষণচেষ্টা করে জাব্বারুল। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। সেখান থেকে পালিয়ে যায় আসামি। এরপর ওই বছরের ২৪ জুলাই বাদী হয়ে জাব্বারুলকে আসামি করে গাংনী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী। 

আদালতে ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ. কে. এম আছাদুজ্জামান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত