Ajker Patrika

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৪: ৪০
মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মো. শামসুজ্জামানের (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে। 

শামসুজ্জামানের ভাই আহসানুজ্জামান বলেন, ‘অফিসের একটি মোটা অঙ্কের হিসাব নিয়ে ঝামেলা ছিল। বিভিন্ন সূত্রে আমরা এটি জানতে পেরেছি। তবে সে আমাদের কখনো কিছু জানায়নি। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। আসলে সে আত্মহত্যা করেছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, বুঝতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা বলেন, শামসুজ্জামান চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে এসে নিয়মিত অফিস করতেন। মাঝেমধ্যে অফিসে রাত যাপন করতেন। গতকাল শনিবার অফিস শেষে বিকেলে পাশের গোপালপুর গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে ক্যারম খেলেন। আজ সকালে অফিসে এসে তাঁর লাশ ঝুলছে বলে খবর পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মেহেরপুর বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘শামসুজ্জামান এক মাস আগে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী থেকে মেহেরপুরে যোগদান করেন। তাঁর বিষয়ে আমরা তেমন কিছু জানি না। তবে শুনেছি, চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীতে তাঁর অর্থ আত্মসাৎ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিষয়টি জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত