ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে