Ajker Patrika

ভৈরব নদে ১৩৫০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ভৈরব নদে ১৩৫০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

যশোরের অভয়নগরে ভৈরব নদে ১ হাজার ৩৫০ টন কয়লাবোঝাই ‘এমভি সুরাইয়া’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে এ ঘটনা ঘটে। জাহাজের ১২ জন স্টাফই সাঁতরে তীরে উঠে আসেন। 

জানা যায়, ডুবে যাওয়া কয়লার আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা। ইন্দোনেশিয়া থেকে আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এ কয়লা আমদানি করে। এসব কয়লা নওয়াপাড়া নদীবন্দর ঘাটে নামানোর কথা ছিল। এখন ডুবে যাওয়া কয়লার কারণে নদের পানি দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। তবে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

 ‘এমভি সুরাইয়া’ জাহাজের মাস্টার সোহাগ হোসেন রাজু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্ট থেকে ১ হাজার ১৬০ টন কয়লা নিয়ে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশ্যে যাত্রা করি। আনলোড পয়েন্টে জায়গা না থাকায় গত মঙ্গলবার অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে জাহাজের নোঙর করা হয়। আজ সকাল আনুমানিক ১০টার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে জাহাজ ডুবে যায়। আমরা ১২ জন স্টাফ সাঁতরে জীবন রক্ষা করেছি। 

জাহাজের মাস্টার আরও বলেন, কাগজে কলমে ১ হাজার ১৬০ টন কয়লা থাকার কথা থাকলেও জাহাজে ছিল ১ হাজার ৩৫০ টন। এ বিষয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। 

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম মোবাইলে বলেন, আফিল ট্রেড ইন্টারন্যাশনালের নামে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হয়েছে। মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্টের মাদার ভেসেল থেকে এমভি সুরাইয়া নামের কার্গো জাহাজে ১ হাজার ৩৫০ টন কয়লা লোড দেওয়া হয়। গত মঙ্গলবার অভয়নগরে পৌঁছালে নওয়াপাড়া নদীবন্দর ঘাটে নোঙর করানো সম্ভব হয়নি। পরে জাহাজটি ভাটপাড়া ইকোপার্কের সামনে নোঙর করা হয়। পরে আজ দুপুরে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া কয়লার মূল্য আনুমানিক ২ কোটি ৯৭ লাখ টাকা। নদীর নাব্যতা কমার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, আজ সকালে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে জানানো হয় নদীর মাঝামাঝি স্থানে জাহাজ আটকে গেছে। এ সময় তাঁরা সহযোগিতা চাইলে জাহাজ পাড়ে ভিড়াতে বলা হয়। পরে দুপুরে জানতে পারি জাহাজটি ডুবে গেছে। 

উপপরিচালক আরও বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই স্থানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি নওয়াপাড়া নদীবন্দর এলাকায় পীরবাড়ী ঘাটে ‘এমভি শারিব বাঁধন’ নামে একটি জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে ৬৮০ টন (১৩ হাজার ৬০০ বস্তা) সরকারি ইউরিয়া সার ছিল। যে জাহাজের উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত