Ajker Patrika

সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৪
সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের মুনজিতপুর এলাকায় তাঁর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে তল্লাশি করে রাইফেলের তিনটি বাঁট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটা ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শটগানের কভার ও চারটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। 

অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। দেশি অস্ত্র ও ওয়াকিটকিসহ যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সিজার লিস্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।   

উল্লেখ্য, মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ (সদর) আসনে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর স্বজনেরা দাবি করেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই তিনি দেশ ত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত