ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে চালক সঞ্জয় দাশের (৩৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সঞ্জয় দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে।
পুলিশ জানায়, ভ্যান থেকে রাস্তার ওপর পড়েন চালক সঞ্জয় দাশ। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত সঞ্জয়ের স্ত্রী সীমা রাণী দাশ ও স্বজনেরা জানান, সঞ্জয় দাশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তাঁর স্বজনেরা। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাগেরহাটের ফকিরহাটে ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে চালক সঞ্জয় দাশের (৩৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সঞ্জয় দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে।
পুলিশ জানায়, ভ্যান থেকে রাস্তার ওপর পড়েন চালক সঞ্জয় দাশ। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত সঞ্জয়ের স্ত্রী সীমা রাণী দাশ ও স্বজনেরা জানান, সঞ্জয় দাশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তাঁর স্বজনেরা। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, লোহার রিংয়ের সঙ্গে মিহি সুতো দিয়ে তৈরি এই জালে আটকা পড়ে শুধু মাছ নয়, শামুক-ঝিনুক, ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুচিয়াসহ বহু জলজ প্রাণি মারা যাচ্ছে। ফলে মিঠাপানির মাছসহ জীববৈচিত্র্য ভয়াবহ সংকটে পড়েছে।
৪১ মিনিট আগেআওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয়ভাবে ইসলামবিদ্বেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রে ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ।
১ ঘণ্টা আগেনিহত তরুণীর নাম আরফা বেগম (১৮)। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি।
৬ ঘণ্টা আগে