শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য চাল রায়েন্দা বান্ধাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বালিপাড়া গ্রামের আইউবালীর ছেলে মোস্তফা (৫৫) ও মোড়েলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মিলন (৩৫)।
স্থানীয়রা জানান, পিরোজপুরের বালিপাড়া থেকে ইট নিয়ে নদীপথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। সকালে বৃষ্টি শুরু হলে বান্ধাঘাটা এলাকার একটি খালে অবস্থান নেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে বজ্রপাত শুরু হলে মোস্তফা ও মিলনসহ তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নেন। এ সময় বজ্রপাতে তিন শ্রমিকসহ দোকানে অবস্থানরত স্থানীয় আট বাসিন্দা আহত হন। ঘটনাস্থলেই মারা যান মোস্তফা ও মিলন।
আহত ব্যক্তিরা হলেন—রাসেল ফরাজি, রুবেল তালুকদার, বাবুল, খোকন গাজী, আ. জলিলসহ আরও দুজন। তাঁদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘বজ্রপাতের ঘটনায় স্থানীয়রা প্রথমে আটজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। পরবর্তীতে আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান বলেন, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য চাল রায়েন্দা বান্ধাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বালিপাড়া গ্রামের আইউবালীর ছেলে মোস্তফা (৫৫) ও মোড়েলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মিলন (৩৫)।
স্থানীয়রা জানান, পিরোজপুরের বালিপাড়া থেকে ইট নিয়ে নদীপথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। সকালে বৃষ্টি শুরু হলে বান্ধাঘাটা এলাকার একটি খালে অবস্থান নেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে বজ্রপাত শুরু হলে মোস্তফা ও মিলনসহ তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নেন। এ সময় বজ্রপাতে তিন শ্রমিকসহ দোকানে অবস্থানরত স্থানীয় আট বাসিন্দা আহত হন। ঘটনাস্থলেই মারা যান মোস্তফা ও মিলন।
আহত ব্যক্তিরা হলেন—রাসেল ফরাজি, রুবেল তালুকদার, বাবুল, খোকন গাজী, আ. জলিলসহ আরও দুজন। তাঁদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘বজ্রপাতের ঘটনায় স্থানীয়রা প্রথমে আটজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। পরবর্তীতে আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান বলেন, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বক্তারা বলেন, জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে একজন যুবককে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, এটি চরম বর্বরতা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে এমন সহিংসতা চলতেই থাকবে।
২৮ মিনিট আগেথানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে উঠেন দাদা আছির উদ্দিন।
৩০ মিনিট আগেমিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, “ব্যবসায়ী সোহাগকে যেভাবে আদিম কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
৩২ মিনিট আগেবিএনপি ত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে দলের রাজনৈতিক অবস্থান বামপন্থী ধাঁচে ধাবিত হচ্ছে। পাশাপাশি ইসলামপন্থী দল ও চিন্তাবিদদের প্রতি দলের নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা তাঁর ভাষায় "চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী।"
৩৫ মিনিট আগে