Ajker Patrika

স্বরাষ্ট্র উপদেষ্টার সফরসঙ্গী ৩৫ সাংবাদিকের বাস পড়ল খাদে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
আপডেট : ১৮ মে ২০২৫, ২০: ০৮
দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে সাতক্ষীরায় এসেছিলেন তাঁরা। আজ রোববার ঢাকায় ফিরছিলেন। পথে বিকেলে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য সাতক্ষীরায় আসেন তাঁরা। আজ ফিরছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তা ছিল পিচ্ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত