ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দলীয় সুত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। পরে বেলা ৩টার দিকে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ন বাবরকে সাধারন সম্পাদক করে শৈলকুপা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। একইসঙ্গে আবু তালেবকে সভাপতি এবং সেলিম রেজাকে সাধারন সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষনা দেওয়া হয়। দুই কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সবাই কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান পক্ষের সমর্থক।
পরে উভয় পক্ষের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সে সময় কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামানের সমর্থক ও বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থকেরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে আমিন, জিল্লুর ও আব্দুল করিম নামের তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাকিবুল হাসান দিপু বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা বিএনপি নেতাদের কাছে দাবি করা হচ্ছিল ইউনিয়ন বিএনপির কমিটি সঠিকভাবে গঠন করে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন করার। কিন্তু তারা তা না করে আজ উপজেলা ও পৌর সম্মেলন আহবান করে। সেখানেও এক পাক্ষিকভাবে কমিটি গঠন করে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিলে। সেখানে আমাদের কোনো কথা রাখা হয়নি। এমন অবস্থায় নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে নিচে নেমে আসলে আমাদের ওপর হামলা করে তাদের সমর্থকেরা। সেখানে তাদের ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’
এদিকে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘কোনো কমিটিই হয়নি। জেলা বিএনপির সদস্যসচিব মজিদ সাহেবের বাসায় বসে নিজেদের ইচ্ছামত কমিটি দিয়েছে আসাদ সাহেব ও মজিদ সাহেব। এখানে কারো কোনো কথা শোনা হয়নি, কোনো ভোটও হয়নি।’
এ বিষয় জানতে একাধিকবার কল দেওয়া হলেও লাইন কেটে দেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান।
তবে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, ‘সম্মেলনকে ঘিরে কোনো মারামারি হয়নি। সকলের উপস্থিতিতেই ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। সেখানে এ্যাড. আসাদুজ্জামান বা জয়ন্ত কুমার কুন্ডু কারোর পক্ষেই পক্ষপাতিত্ব করা হয়নি।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।’
ঝিনাইদহে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দলীয় সুত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। পরে বেলা ৩টার দিকে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ন বাবরকে সাধারন সম্পাদক করে শৈলকুপা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। একইসঙ্গে আবু তালেবকে সভাপতি এবং সেলিম রেজাকে সাধারন সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষনা দেওয়া হয়। দুই কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সবাই কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান পক্ষের সমর্থক।
পরে উভয় পক্ষের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সে সময় কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামানের সমর্থক ও বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থকেরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে আমিন, জিল্লুর ও আব্দুল করিম নামের তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাকিবুল হাসান দিপু বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা বিএনপি নেতাদের কাছে দাবি করা হচ্ছিল ইউনিয়ন বিএনপির কমিটি সঠিকভাবে গঠন করে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন করার। কিন্তু তারা তা না করে আজ উপজেলা ও পৌর সম্মেলন আহবান করে। সেখানেও এক পাক্ষিকভাবে কমিটি গঠন করে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিলে। সেখানে আমাদের কোনো কথা রাখা হয়নি। এমন অবস্থায় নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে নিচে নেমে আসলে আমাদের ওপর হামলা করে তাদের সমর্থকেরা। সেখানে তাদের ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’
এদিকে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘কোনো কমিটিই হয়নি। জেলা বিএনপির সদস্যসচিব মজিদ সাহেবের বাসায় বসে নিজেদের ইচ্ছামত কমিটি দিয়েছে আসাদ সাহেব ও মজিদ সাহেব। এখানে কারো কোনো কথা শোনা হয়নি, কোনো ভোটও হয়নি।’
এ বিষয় জানতে একাধিকবার কল দেওয়া হলেও লাইন কেটে দেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান।
তবে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, ‘সম্মেলনকে ঘিরে কোনো মারামারি হয়নি। সকলের উপস্থিতিতেই ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। সেখানে এ্যাড. আসাদুজ্জামান বা জয়ন্ত কুমার কুন্ডু কারোর পক্ষেই পক্ষপাতিত্ব করা হয়নি।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।’
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে