Ajker Patrika

দৌলতপুর হাসপাতালে তীব্র অক্সিজেন সংকট

প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)
দৌলতপুর হাসপাতালে তীব্র অক্সিজেন সংকট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা চলছে ৩০ জনের মতো রোগীর। করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন। 

গতকাল শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১০০টি সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন। 

এই কর্মকর্তা আরও জানান, অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলেও কিছু করার থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালট্যান্ট নেই। চিকিৎসকেরা পজিটিভ হচ্ছে। 

এদিকে উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

গতকাল শুক্রবার রাতে হাসপাতালে অক্সিজেন না থাকায় সাময়িক অক্সিজেন সেবা চালু করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

এদিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় শনিবার সকালে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠান স্থানীয় সংসদ আ কা ম সারওয়ার জাহান বাদশাহ্। 

জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাড়তে থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যাপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত