খুলনা প্রতিনিধি
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
২৪ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে