খুলনা প্রতিনিধি
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে