Ajker Patrika

ইবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রতিনিধি 
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৯: ৫২
ইবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ইবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বিকেলে ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আহত শিক্ষার্থী মুশিউর রহমান ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে প্রতিপক্ষ ভেবে তাঁর ওপর অস্ত্রশস্ত্রসহ হামলা করে একটি পক্ষ। তাঁর হাঁটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এ সময় এক পথচারী তাঁকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত