Ajker Patrika

ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস, দুই ঘণ্টা পর কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ১৫
ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস, দুই ঘণ্টা পর কলেজছাত্রের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে জিহাদ হোসেন সুজন (২০) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের একটি ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

সুজন যশোর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার নূর ইসলামের ছেলে। বাবা-মা পৃথক হওয়ায় বাবার বাড়ি ছেড়ে দীর্ঘদিন তিনি মা মাজেদা বেগমের সঙ্গে কামালপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি মায়ের সঙ্গে পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের মাস্টার মনিরুজ্জামানের ভাড়া বাড়িতে ওঠেন।

সুজনের বন্ধু কাজী সবুজ বলেন, মোহনপুর ‘বটতলা মোড়ে একটি কাপড়ের দোকান করার কাজ চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে মাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন সুজন। এর মধ্যেই কোনো এক সময় ফেসবুকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দেন। পরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা ঝুলিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা টের পেয়ে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন সুজনের মা-বাবা পৃথক রয়েছেন। তা ছাড়া সংসারে অভাব-অনটন ছিল তাদের। এসব কারণে হতাশায় ভুগছিলেন তিনি।’ 

এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘হতাশা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সুজন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত