ঝিনাইদহ প্রতিনিধি
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার হামলায় নিহত ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তাঁর গাড়িচালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মৃতদেহ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। বিক্ষুব্ধরা তাঁর বাসায় আগুন ধরিয়ে দিলে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় তাঁর গাড়িচালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে শহিদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচার রোমানা আফরোজ আদেশ দেন। পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আজ কবর থেকে মৃতদেহ দুটি উত্তোলন করা হয়। ও সময় আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্তকাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় তা সমাহিত করা হবে।’
মামলার বাদী নিহত আক্তার হোসেনের ভাই মো. মোক্তার বলেন, ‘কারা এ হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা চিনি না। সে জন্য অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছি। লাশ উত্তোলন করে ময়নাতদন্ত হচ্ছে। আশা করি, আমরা এই দুটি হত্যার ন্যায়বিচার পাব।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় আদালতে। সে হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে ২০২৪ সালের ২০ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি।’
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার হামলায় নিহত ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তাঁর গাড়িচালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মৃতদেহ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। বিক্ষুব্ধরা তাঁর বাসায় আগুন ধরিয়ে দিলে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় তাঁর গাড়িচালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে শহিদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচার রোমানা আফরোজ আদেশ দেন। পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আজ কবর থেকে মৃতদেহ দুটি উত্তোলন করা হয়। ও সময় আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্তকাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় তা সমাহিত করা হবে।’
মামলার বাদী নিহত আক্তার হোসেনের ভাই মো. মোক্তার বলেন, ‘কারা এ হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা চিনি না। সে জন্য অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছি। লাশ উত্তোলন করে ময়নাতদন্ত হচ্ছে। আশা করি, আমরা এই দুটি হত্যার ন্যায়বিচার পাব।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় আদালতে। সে হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে ২০২৪ সালের ২০ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
৭ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৫ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
২৬ মিনিট আগে