ঝিনাইদহ প্রতিনিধি
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার হামলায় নিহত ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তাঁর গাড়িচালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মৃতদেহ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। বিক্ষুব্ধরা তাঁর বাসায় আগুন ধরিয়ে দিলে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় তাঁর গাড়িচালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে শহিদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচার রোমানা আফরোজ আদেশ দেন। পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আজ কবর থেকে মৃতদেহ দুটি উত্তোলন করা হয়। ও সময় আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্তকাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় তা সমাহিত করা হবে।’
মামলার বাদী নিহত আক্তার হোসেনের ভাই মো. মোক্তার বলেন, ‘কারা এ হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা চিনি না। সে জন্য অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছি। লাশ উত্তোলন করে ময়নাতদন্ত হচ্ছে। আশা করি, আমরা এই দুটি হত্যার ন্যায়বিচার পাব।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় আদালতে। সে হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে ২০২৪ সালের ২০ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি।’
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার হামলায় নিহত ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তাঁর গাড়িচালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মৃতদেহ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। বিক্ষুব্ধরা তাঁর বাসায় আগুন ধরিয়ে দিলে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় তাঁর গাড়িচালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে শহিদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচার রোমানা আফরোজ আদেশ দেন। পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আজ কবর থেকে মৃতদেহ দুটি উত্তোলন করা হয়। ও সময় আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্তকাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় তা সমাহিত করা হবে।’
মামলার বাদী নিহত আক্তার হোসেনের ভাই মো. মোক্তার বলেন, ‘কারা এ হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা চিনি না। সে জন্য অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছি। লাশ উত্তোলন করে ময়নাতদন্ত হচ্ছে। আশা করি, আমরা এই দুটি হত্যার ন্যায়বিচার পাব।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় আদালতে। সে হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে ২০২৪ সালের ২০ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি।’
বিদ্যুৎ সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগে আজ রোববার সকালে খাগড়াছড়ির সীমান্ত শহর পানছড়ির বিদুৎ অফিস ঘেরাও করেন ক্ষুদ্ধ গ্রাহকেরা। তাঁরা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টাকা ছাড়া ট্রান্সফরমার ও বিদ্যুৎ-সংযোগ দেন না। মিটার রিডিংয়ের তুলনায় বেশি বিল করেন তাঁরা।
২ মিনিট আগেশিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অনেক ডিফিকাল্টিজের মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে।’ আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে....
১৪ মিনিট আগেমাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
২০ মিনিট আগে